জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
শরীয়তের বিধান হলো দাড়ি না রাখা , মুন্ডিয়ে ফেলা বা এক মুষ্ঠির কম রাখা হারাম ও কবীরা গুনাহ।
হাদীস শরীফে এসেছেঃ
عن ابن عمر : عن النبي صلى الله عليه و سلم قال ( خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب . وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه
হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-তোমরা মুশরিকদের বিরোধীতা কর। দাড়ি লম্বা কর। আর গোঁফকে খাট কর।
আর ইবনে ওমর রাঃ যখন হজ্ব বা ওমরা করতেন, তখন তিনি তার দাড়িকে মুঠ করে ধরতেন, তারপর অতিরিক্ত অংশ কেটে ফেলতেন। {সহীহ বুখারী, হাদীস নং-৫৫৫৩}
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত বিষয়ে হাদীস খুজে পাইনি।
দাড়ি বিহীন লোকদের দিকে তাকানো হারাম। এই কথা সঠিক নয়।
,
কেউ সম্পূর্ণ দাড়ি কামালে তার দিকে তাকানো হারাম হবেনা।
,
(০২)
কুফরি হবেনা।
কবিরা গুনাহ হবে।
,
(০৩)
ক,
যদি সে ঘৃণা করে উক্ত ইউনিফর্ম পরিধান করে,তাহলে কুফরি হবেনা।
,
খ,
এক্ষেত্রে সেই প্রতিষ্ঠান থেকে পাওয়া বৈধ শিক্ষা হারাম হবে না।
শুধু উক্ত কাজের জন্য গুনাহ হবে।