আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ,
https://ifatwa.info/26798/?show=26803#a26803
( 1- আমার প্রায় ২ ভরি স্বর্ণ আছে, যেটা আম্মুর কাছে ছিলো কিন্তু নিয়ত ছিলো ওটা আমার ই, কিছুদিন হলো সেটা আমার কাছে। এতদিন যে আম্মুর কাছে ছিলো এবং এর পাশা- পাশি আমার ২৫০০০ টাকা গাড়ির ব্যবসায় দেওয়া ছিলো তো এর পুরোটার উপর কি যাকাত আসবে?
২- ২৫০০০ টাকা গাড়িতে দেওয়া হয়েছে ব্যাবসার জন্য, মাঝে মাঝে লাভ দেয়, তার উপর কি যাকাত আসবে?
৩- প্রায় ১০২২০০ টাকার স্বর্ণ ও ২৫০০০ হাজার টাকা গাড়িতে রয়েছে, ০৩.০৩.২০১৯ সালে। এর উপর কত টাকা যাকাত আসবে? এবং চন্দ্র মাস ধরে ২০২০ এর কোন মাস পর্যন্ত যাকাত ধরতে হবে! আমি রূপার নিসাব ধরে হিসেব করতেছিলাম কিন্তু আমি পারছিনা হিসেব করে। তাই exactly হিসেব টা জানালে উপকৃত হতাম।
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যদি কারো উপর যাকাত ওয়াজিব হয়ে যায়, তাহলে তার উপর কুরবানিও ওয়াজিব হয়ে যায়,
https://www.ifatwa.info/121 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭. ৫ভড়ি।
রূপার নেসাবঃ৫২. ৫ভড়ি।
এখানে একটি জিনিষ লক্ষণীয় যে,কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে।অন্যথায় যাকাত আসবে না।
তবে হ্যা যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা যদি এভাবে থাকে যে,কোনো একটির নেসাব পূর্ণ হওয়ার জন্য সামান্য বাকী। তাহলে এক্ষেত্রে যেটা বেশী সেটারই নেসাব পূর্ণ করা হবে।
যেমন কারো কাছে স্বর্ণ ৭. ৫ভড়ির চেয়ে সামান্য কম, তাহলে এমতাবস্থায় রূপা দ্বারা স্বর্ণের নেসাবকে পূর্ণ করা হবে।
টাকা এবং মালের নেসাবঃ
টাকা এবং মালকে রূপার সাথে সংযুক্ত করে রূপার নেসাব হিসেবেই ধরা হবে।
তথা কারো কাছে ৫২. ৫ভড়ি সমমূল্যে র টাকা বা ব্যবসায়িক পণ্য থাকলে তার উপর যাকাত আসবে।
এক্ষেত্রে স্বর্ণকে মানঢন্ড হিসেবে ধরা হবে না।*সোনা রূপার বিক্রয়মূল্য র উপরই যাকাত আসে।(শেষ)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার উপর যাকাত ওয়াজিব হবে না।
(আল্লাহ-ই ভালো জানেন)
--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM) )
এই লিংকের ফতোয়া নিচের লিংকের ফতোয়ার
https://ifatwa.info/26962/?show=26967#a26967
সাথে মিলতেছে না, মিললেও আমি বুঝতেছিনা, বুঝিয়ে দিলে উপকৃত হতাম। এবং ১ম লিংকের প্রশ্ন গুলোর উত্তর গুলো জানতে ইচ্ছুক।একটু কষ্ট করে জানালে খুশি হতাম ইনশাআল্লাহ।