জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
এখানে দুটি বিষয়।
এক,
এভাবে আমলের আপডেট দেওয়া জায়েজ হবে কিনা?
দুই,
সকলের থেকে টাকা নিয়ে বেশি আমল কারীকে পুরুস্কার দেওয়া জায়েজ কিনা?
(০১)
যদি এতে কাহারো ভিতর রিয়া না আসে,তাহলে এভাবে আমলের আপডেট দেওয়া জায়েজ আছে।
নতুবা নয়।
(০২)
এই টাকা কখন তোলা হবে?
যদি কাহারো বেশি পয়েন্ট হয়ে বিজয়ী হওয়ার আগেই চাঁদা তোলা হয়,তাহলে তো এটি জুয়ার অন্তর্ভুক্ত হবে।
বিধায় তাহা নাজায়েজ।
,
আর যদি কাহারো বেশি পয়েন্ট হয়ে বিজয়ী হওয়ার পরে চাঁদা তোলা হয়,তাহলে দেখতে হবে যে এখানে সকলেই সন্তুষ্টি চিত্তে টাকা দিচ্ছে কিনা?
যদি সন্তুষ্টি চিত্তে টাকা দেয়,তাহলে তাহা গ্রহন জায়েজ হবে।
নতুবা নয়।
,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ وَ تُدۡلُوۡا بِہَاۤ اِلَی الۡحُکَّامِ لِتَاۡکُلُوۡا فَرِیۡقًا مِّنۡ اَمۡوَالِ النَّاسِ بِالۡاِثۡمِ وَ اَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۱۸۸﴾
আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে খেয়ো না, এবং মানুষের ধন-সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকদের কাছে পেশ করো না।
(সুরা বাকারা ১৮৮)
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِىْ حُرَّةَ الرَّقَّاشِىِّ عَنْ عَمِّه قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَلَا لَا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ».
আবূ হুররাহ্ আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো জন্য হালাল নয়।
আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি‘ ৭৬৬২,মিশকাত ২৯৪৬)