আসসালামু আলাইকুম,
১- মোবাইলের রিংটোন হিসেবে ফোনে যে মিউজিক/টোন গুলা দেওয়া থাকে,
ওগুলা রিংটোন হিসেবে ইউজ করা যাবে?
আর না গেলে কোন টাইপ গুলা ইউজ করা যাবে?
রিংটোন, মেসেজ টোন, নোটিফিকেশন টোন
সবগুলোর জন্য কোনটা ইউজ করা যাবে?
২- অনেক আলেমরা বলে সফট মিউজিক থাকলে,সেটা শোনা নাজায়েজ হবে না।
যেমন ইউটিউব ভিডিও এর পিছনে হালকা মিউজিক/ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে।
সেটা কি শোনা যাবে?
যদি উদ্দেশ্য থাকে ভিডিও দেখা শোনা।
অনেক সময় ইসলামিক ভিডিওতেও ইউজ করা হয় এমন।