বিসমিহি তা'আলা
সমাধানঃ-
আপনার নানার পূর্ণ সম্পত্তিকে মোট ১৬ ভাগ করে নিম্নোক্ত হারে বন্টন করা হবে।
স্ত্রী ১ভাগ
স্ত্রী ১ভাগ
ছেলে ৪ভাগ
ছেলে ৪ভাগ
মেয়ে ২ ভাগ
মেয়ে ২ ভাগ
মেয়ে ২ ভাগ
সর্বমোট ১৬ ভাগ।
আপনার নানা যদি উনার জীবদ্দশায় সুস্থ অবস্থায় নিজ সম্পত্তিকে বন্টন করে যান।তাহলে উনার বন্টন অনুযায়ী-ই(ইনসাফভিত্তিক হোক বা না হোক) সম্পদ বন্টিত হবে।ইনসাফভিত্তিক না হলে এর জবাবদিহিতা অবশ্যই উনাকে করতে হবে।
কোনো ওয়ারিছ মৃত হলে উনার সম্পত্তিকে উনার জীবিত ওয়ারিগণের মধ্যে বন্টন করা হবে।
অাল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ