এক্ষেত্রে, এই আপনজন / প্রিয় মানুষের উপকার করার ক্ষেত্রে, এই নিয়ত যদি যোগ করা হয় যে আল্লাহর সন্তুষ্টি এর জন্য করছি, তাহলে কি ইবাদাত হিসেবে গণ্য হবে?
ঊলেখ্য, এরকম সাহায্য কিন্তু অপরিচিত / এমন কোন ব্যক্তি যার থেকে আমি কোন সাহায্য পাই নি, তাদের ক্ষেত্রে করতে মন চায় না।
কিছু ক্ষেত্রে কোন সাহায্য যদি না করা হয় কোন আপনজনকে, তাহলে কষ্ট পেতে পারে, যদিও ওই সাহায্যতে আমার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যেমন, কোন চাকুরীর আবেদন এর ক্ষেত্রে নিজে নিজে আবেদন করে চাকুরী পেয়ে গেলাম কিন্তু বন্ধুকে চাকুরীতে আবেদন করতে না বলায় চাকুরী পেল না এবং এজন্য কষ্ট পেল, যদিও যদি বন্ধু কে বলা হয় আবেদন করতে তাহলে নিজের চাকুরী পাওয়ার সম্ভাবনা কমতেছে। এধরণের ক্ষেত্রে সাহায্য করলে যে কষ্ট পাবে বলে, সে ক্ষেত্রে তা কি ইবাদাত এ পরিনত করার কোন উপায় আছে?