ওয়া আলাইকুমুস সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
আল্লাহ তায়ালা বলেন-
وَاذْكُرِ
اسْمَ رَبِّكَ بُكْرَةً وَأَصِيلًا
এবং সকাল-সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন। (সূরা
দাহর, আয়াত ২৫)
আল্লাহ তায়ালা বলেন-
إِنَّ
الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ
وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ
وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ
وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ
وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم
مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান
নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী,
অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্য্যশীল পুরুষ, ধৈর্য্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল
পুরুষ, দানশীল নারী, রোযা পালণকারী
পুরুষ, রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ
হেফাযতকারী পুরুষ, , যৌনাঙ্গ হেফাযতকারী নারী, আল্লাহর অধিক যিকরকারী পুরুষ ও যিকরকারী নারী-তাদের জন্য আল্লাহ প্রস্তুত
রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার। (সূরা আহযাব, আয়াত ৩৫)
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. পান,সুপারি খেয়ে নামাজ পড়া জায়েজ। তবে মেসওয়াক করে ভালভাবে
পরিস্কার করে নেওয়া উত্তম।
২) কুরবানির গোস্ত অনেকদিন রেখে খাওয়াও জায়েজ।
৩. প্রশ্নোক্ত ক্ষেত্রে সালামের জবাব বা কথা বলা যাবে।