১) হাত ধুলে বা শরীরের কোনো অঙ্গ ধুয়ে নাপাকী দুর করার পরেও হাতে পানি থেকে যায় তা আস্তে আস্তে ঝরে পড়ে নাপাকী দুর করার পরেও হাত যে ভেজা থাকে এই পানি কি নাপাক
২) বালতির পানিতে যদি কিছু ফোঁটা নাপাক পানি ছিটে যায় তাহলে বালতি পবিত্র করার উপায় কি
পানি ফেলে দিলেই হবে নাকি পানি ফেলে আবার পানি দিয়ে খলাতে হবে
৩) সূরা নূরের ২৬ নং আয়াতের সঠিক ব্যাখ্যা কি?