আসসালামু আলাইকুম শাইখ।
আমার প্রশ্নটি হলো, আমি রেগুলার ফুটবল খেলতে যাই। আমি পর্দার সাথে খেললেও, কয়েকজন হাফ প্যান্ট পরিধান করেই খেলে। খেলার সময় যদি তাদের সতোরে (হাঁটুর দিকে) চোখ যায়, এতে কি আমার গুনাহ হবে?
আমার বিনোদনের এই একটাই মাধ্যম। আর কোনো সুযোগ নেই। কয়েকজন হাফ প্যান্ট পরে খেলতে আসে বলেই কি আমাকে ওই স্থান পরিত্যাগ করতে হবে?
নাকি আমি নিজের দৃষ্টি সংযত করে যথাসাধ্য চেষ্টা করে অংশগ্রহণ করতে পারবো, আর ভুলক্রম এ চোখ গেলে আমার গুনাহ হবেনা, এমন কিছু ?
নাকি শাইখ একজন পুরুষ অন্য পুরুষের হাঁটুর দিকে তাকালে তার গুনাহই হয়না, এটা সম্পূর্ণ পারমিসিবল?
অথবা বিকল্প সমাধান থাকলে জানাবেন শাইখ।
আরেকটা অপ্রাসঙ্গিক প্রশ্ন রাখছি শাইখ,
৯/১১ এর ঘটনা কি কোনোভাবে বরকতময় ঘটনা হতে পারে? কিছু আলেম বলেন এটা জর্জ বুশ এর এক প্রকার ষড়যন্ত্র বলে ধারণা করা হয়। কিন্তু অনেক আ*ল কা*য়দাপন্থী ভাইয়েরা প্রচার করেন এটা তাদেরই ঘটনা এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য নাকি এটা বরকতময় যদিও অনেক আলেম এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তবে এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছিলাম, এটাকে বরকতময় ঘটনা মনে করা কি আদোও যৌক্তিক?
জাযাকাল্লাহু খাইরান।