যদি কোনো দম্পতির সন্তান না থাকে ,তবে কি পুরুষ তার নিজের ইচ্ছায় তার স্ত্রীকে সমস্ত সম্পত্তি লিখে দিতে পারবে?? পুরুষ ব্যাক্তির ভাই,ভাই এর ছেলে মেয়ে আছে এবং প্রত্যেকেই যথেষ্ট সম্পত্তির মালিক, এ ক্ষেত্রে ভাইয়ের সন্তানদের সম্পত্তি দেওয়া কি জরুরি ? নাকি ঐ পুরুষ ব্যাক্তি চাইলে সমস্ত সম্পত্তি তার স্ত্রীকে দিতে পারবে??? তার অবর্তমানে তার স্ত্রীর দিকে খেয়াল রাখার তেমন কেউ ই নেই, তাই তার অবর্তমানে তার স্ত্রীর আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে সে কি তার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিতে পারবে? এবং সেটা কি জায়েজ হবে???