আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
195 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
যদি কোনো দম্পতির সন্তান না থাকে ,তবে কি পুরুষ তার নিজের ইচ্ছায় তার স্ত্রীকে সমস্ত সম্পত্তি লিখে দিতে পারবে?? পুরুষ ব্যাক্তির ভাই,ভাই এর ছেলে মেয়ে আছে এবং প্রত্যেকেই যথেষ্ট সম্পত্তির মালিক, এ ক্ষেত্রে ভাইয়ের সন্তানদের সম্পত্তি দেওয়া কি জরুরি ? নাকি ঐ পুরুষ ব্যাক্তি চাইলে সমস্ত সম্পত্তি তার স্ত্রীকে দিতে পারবে??? তার অবর্তমানে তার স্ত্রীর দিকে খেয়াল রাখার তেমন কেউ ই নেই, তাই তার অবর্তমানে তার স্ত্রীর আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে সে কি তার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিতে পারবে? এবং সেটা কি জায়েজ হবে???

1 Answer

0 votes
by (572,970 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


জীবিত অবস্থায় সম্পত্তি দিলে সেটাকে হেবা বলে,মৃতবরনের পর সম্পত্তির ভাগকে মিরাছ 
বলে। 

ব্যক্তি জীবিত এবং সুস্থ্য থাকা অবস্থায় তার মালিকানাধীন সম্পদ যাকে ইচ্ছে দান করতে পারে। যেখানে ইচ্ছে খরচ করতে পারে। এতে তার পূর্ণ অধিকার রয়েছে।

ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার অর্জিত সম্পদের একক মালিকানা তার হাতেই থাকে। তাতে যাচ্ছে তাই হস্তক্ষেপের অধিকার তার রয়েছে। এতে কেউ হক দাবী করার অধিকার রাখে না।
তার মালিক তার সন্তান বা অন্য কেউ নয়।
 হ্যা, মৃত্যুর পরের কথা ভিন্ন। তখন শরয়ী নীতিমালা অনুপাতে সম্পদ বন্টন করতে হয়।
সে সময় ওয়ারিশগন নীতি অনুসারে সম্পদের দাবী করতে পারবেন।
তবে জীবদ্দশায় কেহ সম্পদ দিয়ে গেলে সেটি হিবা তথা গিফট।

বিস্তারিত জানুনঃ  

★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি স্ত্রীকে পুরো সম্পত্তি লিখে দেয়,তাহলে তাহা কার্যকর হবে।
স্ত্রী মালিক হয়ে যাবে।
,
তবে এক্ষেত্রে তার ভাই সম্পদের হকদার।
তার ভাইয়েরা তার মারা যাওয়ার পর তার সম্পদের চার ভাগের তিন ভাগ পাওয়ার হক রাখে।
আর স্ত্রী এক ভাগ পাওয়ার হক রাখে।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

لَکُمۡ نِصۡفُ مَا تَرَکَ اَزۡوَاجُکُمۡ اِنۡ لَّمۡ یَکُنۡ لَّہُنَّ وَلَدٌ ۚ فَاِنۡ کَانَ لَہُنَّ وَلَدٌ فَلَکُمُ الرُّبُعُ مِمَّا تَرَکۡنَ مِنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ یُّوۡصِیۡنَ بِہَاۤ اَوۡ دَیۡنٍ ؕ وَ لَہُنَّ الرُّبُعُ مِمَّا تَرَکۡتُمۡ اِنۡ لَّمۡ یَکُنۡ لَّکُمۡ وَلَدٌ ۚ فَاِنۡ کَانَ لَکُمۡ وَلَدٌ فَلَہُنَّ الثُّمُنُ مِمَّا تَرَکۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ تُوۡصُوۡنَ بِہَاۤ اَوۡ دَیۡنٍ ؕ

তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য, যদি তাদের কোন সন্তান না থাকে এবং তাদের সন্তান থাকলে তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ; ওসিয়ত পালন এবং ঋন পরিশোধের পর। তোমাদের সন্তান না থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ, আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির আট ভাগের এক ভাগ; তোমরা যা ওসিয়াত করবে তা দেয়ার পর এবং ঋণ পরিশোধের পর।
(সুরা নিসা ১২)

★★তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে স্ত্রীকে সমস্ত দেওয়ার আগে ভাইদের অনুমতি নেওয়া উচিত হবে।
তারা অনুমতি দিলে বা অল্প কিছু নিয়ে বাকি সম্পদ ছেড়ে দিলে সেটি স্ত্রীকে দিলে কোনো সমস্যাই হবেনা।

নতুবা তাদের অনুমতি ছাড়া এইভাবে সমস্ত সম্পত্তি স্ত্রীকে দিলে স্ত্রী যদিও মালিক হয়ে যাবে,তবে ভাইদের বিনা কারনে বঞ্চিত করার কারনে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...