জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে শর্তযুক্ত তালাক প্রদানের ব্যাপাটি নিশ্চিত একটি বিষয়, কিন্তু তার সাথে যতবার ততবার শর্তযুক্ত করা হয়েছিলো কিনা,সেই ব্যাপারে মনে সন্দেহ আসছে,তবে নিশ্চিত নয়,তাই শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে এখানে বিধান আরোপ করা যাবেনা।
তাই আপনারা নিশ্চিন্তে পুনরায় বিবাহ করতে পারবেন।
কোনো সমস্যা হবেনা।
এটিকে শয়তান কর্তৃক আসা ওয়াসওয়াসা হিসেবে ধরতে পারেন।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ تَجَاوَزَ لأُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ وَحَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ بِهِ
‘নিশ্চয় আল্লাহ্ তাআলা আমার উম্মতের ওয়াসওয়াসা, মনে মনে কথা বলা ক্ষমা করে দিয়েছেন; যতক্ষণ না সে কর্ম করে কিংবা কথা বলে।’ (সহিহ বুখারী ৬৬৬৪ সহিহ মুসলিম ১২৭)
★পুনরায় বিয়ের পর স্ত্রী সেই কাজ নির্ভয়ে করতে পারবে।
এবং সেই কাজ করলে তাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ ঠিকই থাকবে, কোনো সমস্যা হবেনা।
ولو شک أطلق واحدۃ أو أکثر بنی علی الأقل، وفي الشامیۃ: إلا أن یستیقن بالأکثر أو یکون أکبر ظنہ۔ (الدر المختار مع الشامي ۳؍۲۸۳ کراچی، ۴؍۵۰۸ زکریا)
সারমর্মঃ
কেহ যদি সন্দেহ করে যে এক তালাক দিয়েছে নাকি তিন তালাক দিয়েছে,তাহলে এক তালাককেই ধরে নিবে।
وفي نوادر ابن سماعۃ عن محمد: إذا شک في أنہ طلق واحدۃ أو ثلاثا فہي واحدۃ حتی یستیقن، أو یکون الخبر ظنہ علی خلافہ۔ (الفتاویٰ الہندیۃ / مطلب إذا شک أنہ طلق واحدۃ ۱؍۳۶۳، الفتاویٰ التاتارخانیۃ ۴؍۳۸۷ رقم: ۷۰۰۲ زکریا)
সারমর্মঃ
কেহ যদি সন্দেহ করে যে এক তালাক দিয়েছে নাকি তিন তালাক দিয়েছে,তাহলে এক তালাককেই ধরে নিবে।
হ্যাঁ যদি সে তিন তালাকের ব্যাপারে নিশ্চিত হবে,তাহলে তিন তালাক পতিত হবে।