বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মানুষ কখন মুসাফির হয় আবার কখন মুক্বিম হয় সেটা বুঝার জন্য প্রথমেই আমাদেরকে কিছু ফেকহী মূলনীতি বুঝতে হবে,,,,,,
والوطن الأصلي هو الذي ولد فيه" الإنسان "أو تزوج" فيه "أو لم يتزوج" ولم يولد فيه "و" لكن "قصد التعيش لا الارتحال عنه ووطن الإقامة موضع" صالح لها على ما قدمناه وقد "نوى الإقامة فيه نصف شهر فما فوقه"
ওয়াতানে আসলীঃ ঐ স্থান যেখানে মানুষ জন্মগ্রহণ করেছে,অথবা বিয়ে করেছে(সাথে বসবাসেরও নিয়ত করেছে)অথবা জন্মগ্রহণ ও করেনি এবং বিয়ে ও করেনি তবে সেখানে স্থায়ীভাবে বসবাসের দৃঢ়তর ইচ্ছা পোষণ করেছে,সেখান থেকে সে অন্য কোথা যাবে না।এমন স্থানকে ওয়াতানে আসলী বলে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/107
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(ক)
(১) আপনার স্ত্রী মুসাফির নন।তবে আপনি মুসাফির।
(২)আপনার স্ত্রী মুকিম কেননা সে ১৫ দিনের অধিক সময় তার বাবার বাড়ীতে অবস্থানরত আছে। তবে হ্যা, আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন।
(৩)বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে কসর নামায পড়বে যদি সেখানে ১৫ দিনের থাকার নিয়ত না থাকে।
(খ)একবার ১৫ দিন অবস্থান করে নিলে পরবর্তীতে ১৫ দিনের কম থাকলেও মুকিম হিসেবে গণ্য হবেন।