আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
485 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্ ,
উস্তাদজী ,
সূরা নাস থেকে ১৫ টি সূরার শব্দের অর্থ গুলো যদি একটু দিতেন তবে ভালো হতো ইন্ শা আল্লাহ্ ।
সালাতের সময় অর্থসহ সূরা পড়লে মনোযোগ বাড়ে ।
এমনি তর্যমা মনে থাকে না , আগে শব্দের অর্থ জানতে পারলে সম্পূর্ণ তর্যমা টি ও সহজ হয়ে যাবে ইন্ শা আল্লাহ্ ।
জাযাকাল্লাহু খইরন


• এক মাসা বর্তমান সময়ের ঠিক কিসের সমপরিমাণ ?
এক দিরহাম যেমন পাঁচ টাকা পয়সার সমপরিমাণ
by
প্লেস্টোরে Al Quran (By word and Tafseer) দিয়ে সার্চ দিবেন কিংবা

প্লেস্টোরে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিবেন ইংশাআল্লাহ।

এই কুরআনের অ্যাপটা আলহামদুলিল্লাহ অসাধারণ। প্রতিটা আয়াতের প্রতিটি শব্দেরও অর্থ দেয়া আছে আলহামদুলিল্লাহ। 
আয়াতের অর্থের সাথে তাফসিরও পড়তে পারবেন ,কুরআন তিলাওয়াতও শুনতে পারবেন (ক্বারীও সিলেক্ট করতে পারবেন) আলহামদুলিল্লাহ।
অ্যাপ ডাউনলোড করে একটু ঘেঁটে দেখবেন অনেক অপশন আছে আলহামদুলিল্লাহ।

by (18 points)
আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্
ছুম্মা আলহামদুলিল্লাহ্ ❤️ , উস্তাদজী ।

আপনাদের এ যাত্রা মহান আল্লাহ্ কিয়ামতের পূর্ব পর্যন্ত কবুল করুন । অনেক অনেক জাযাকাল্লাহু খইরন ।

 আমীন ।
 ছুম্মা আমীন ❤️

1 Answer

0 votes
by (59,730 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

সূরা নাসের তরজমা

 

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,

مَلِكِ النَّاسِ

মানুষের অধিপতির,

إِلَـٰهِ النَّاسِ

মানুষের মা’বুদের

مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

 

সূরা ফালাকের তরজমা

 

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

مِن شَرِّ مَا خَلَقَ

তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

 

সূরা ইখলাছের তরজমা

 

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

বলুন, তিনি আল্লাহ, এক,

اللَّهُ الصَّمَدُ

আল্লাহ অমুখাপেক্ষী,

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

এবং তার সমতুল্য কেউ নেই।

 

সূরা লাহাবের তরজমা

 

تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ

আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,

مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ

কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।

سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ

সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে

وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ

এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,

فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ

তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।

 

সূরা নাসরের তরজমা

 

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا

এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا

তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন! 

 

১. আপনি একটি তরজমাতুল কুরআন ক্রয় করে নিবেন। তাওযীহুল কুরআনও ক্রয় করতে পারেন।

২. এক মাশা = ০.৯৭২ গ্রাম


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...