ওয়া আলাইকুমুস সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
■ সূরা নাসের তরজমা
قُلْ
أَعُوذُ بِرَبِّ النَّاسِ
বলুন, আমি আশ্রয়
গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
مَلِكِ
النَّاسِ
মানুষের অধিপতির,
إِلَـٰهِ
النَّاسِ
মানুষের মা’বুদের
مِن
شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
الَّذِي
يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
مِنَ
الْجِنَّةِ وَالنَّاسِ
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
■সূরা ফালাকের তরজমা
قُلْ
أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
বলুন, আমি আশ্রয় গ্রহণ
করছি প্রভাতের পালনকর্তার,
مِن
شَرِّ مَا خَلَقَ
তিনি যা সৃষ্টি করেছেন, তার
অনিষ্ট থেকে,
وَمِن
شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
وَمِن
شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
وَمِن
شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
■ সূরা ইখলাছের তরজমা
قُلْ
هُوَ اللَّهُ أَحَدٌ
বলুন, তিনি আল্লাহ,
এক,
اللَّهُ
الصَّمَدُ
আল্লাহ অমুখাপেক্ষী,
لَمْ
يَلِدْ وَلَمْ يُولَدْ
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
وَلَمْ
يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
এবং তার সমতুল্য কেউ নেই।
■ সূরা লাহাবের তরজমা
تَبَّتْ
يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
مَا
أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।
سَيَصْلَىٰ
نَارًا ذَاتَ لَهَبٍ
সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে
وَامْرَأَتُهُ
حَمَّالَةَ الْحَطَبِ
এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,
فِي
جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
■ সূরা নাসরের তরজমা
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ
وَالْفَتْحُ
যখন আসবে আল্লাহর
সাহায্য ও বিজয়
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي
دِينِ اللَّهِ أَفْوَاجًا
এবং আপনি মানুষকে
দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ
وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا
তখন আপনি আপনার
পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি
ক্ষমাকারী।
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী
ভাই/বোন!
১. আপনি একটি
তরজমাতুল কুরআন ক্রয় করে নিবেন। তাওযীহুল কুরআনও ক্রয় করতে পারেন।
২. এক মাশা =
০.৯৭২ গ্রাম