জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মেডিটেশন করার ক্ষেত্রে সাধারণত আকীদার খেলাফ কিছু বিষয় থাকে,আর বিধর্মীদের সাথে সাদৃশ্যতা আসে,তাই এটি জায়েজ নয়।
,
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا، لَا تَشَبَّهُوا بِاليَهُودِ وَلَا بِالنَّصَارَى
যে অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্য বা মিল রেখে চলে, সে আমাদের দলভুক্ত নয়, তোমরা ইয়াহূদী ও নাসারাদের সাথে সাদৃশ্য রেখো না। (তিরমিযী ২৬৯৫)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا-أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ ۚ إِنْ هُمْ إِلَّا كَالْأَنْعَامِ ۖ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا
আপনি কি দেখেছেন ঐ ব্যক্তিকে, যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার যিম্মাদার হবেন? আপনি কি মনে করেন যে, তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে ? তারা তো চতুস্পদ জন্তুর মত; বরং আরও পথভ্রান্ত। (সূরা ফুরক্বান ৪৩-৪৪)
★★প্রশ্নে উল্লেখিত ছুরতে প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে আকীদা সহীহ রেখে আপনার জন্য মেডিটেশন করতে শরীয়তের দৃষ্টিকোন থেকে কোনো সমস্যা নেই।
তবে তাদের ধ্যান ধারণা নিজের ভিতরে আনবেন না এবং তাদের অনুসরণ এর চিন্তাও মাথায় আনবেন না।
আরো জানুনঃ