সহবাসের আগেই কোন দম্পতির এক তালাক বায়েন হয়ে যায়। এক তালাক বায়েন হয়ে যাওয়ার পর তারা একদিন খুবই ঘনিষ্ঠ,খুবই অন্তরঙ্গ সময় কাটিয়েছে।
কিন্তু না জেনে,কারণ তারা তখন জানতো না,তাদের মাঝে যে এক তালাক বায়েন পতিত হয়ে গেছে।
এখন যদি তারা পুনরায় বিয়ে করতে চায় তাহলে কি কোন সমস্যা হবে?
১)এক তালাক বায়েন হয়ে যাওয়ার পর তাদের ঘনিষ্ঠ সময় কাটানো কি তাদের পুনরায় বিয়ের ক্ষেত্রে বাঁধা হবে???
২)নাকি তওবা করে পূর্বের স্ত্রীকে বিয়ে করলেই বিয়ে বৈধ, শরীয়তসম্মত, হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ।