আসসালামু আলাইকুম।
আমি ইদানীং কিছু অদ্ভুত শব্দ শুনতে পাই, কারো ডাক, আশেপাশে কারো অনুপস্থিতি এগুলো টের পাই। মনে হয় আজরাইল (আ:) এসে চারপাশে ঘুরঘুর করছে।
প্রশ্ন হচ্ছে মৃত্যুর আগে কি মানুষ এ জাতীয় কিছুর দ্বারা বুঝতে পারে যে সে মারা যাবে? অনেক আগে মৃত্যু সম্পর্কিত একটা ইসলামী বইয়ে পড়েছিলাম মৃত্যুর ৪০ দিন আগে মালাকুত মউত তার সামনে ভিন্নরুপে হাজির হয়। বিড়াল, বা যেকোনো কিছুর ছুরতে।
কথাটা কতটুকু সত্য?
২) অনেকে বলে একসাথে একাধিক (যেমন:৪,৫টা+) প্রাণী পালন করলে টিকে না। শরীয়তে কি এর কোনো দলিল আছে? নাকি এগুলো কেবলই কুসংস্কার?