আসসালামু আলাইকুম।
যখন স্বামী স্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল তখন
ঝগড়ার একপর্যায়ে স্বামী বিভিন্ন দিনের ঝগড়ায় যদি স্ত্রীকে বলেঃ
"আমি তোমাকে দূর করে দিছি,
তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই,
তুমি আমার নিকট হইতে পৃথক হয়ে যাও,
তোমাকে পৃথক করে দিলাম,
যাও দূর হও,
নিজের বাড়ি যাও,
তোমার সাথে আমার বনিবনা হবে না।
তুমি নতুন স্বামী খুঁজো"।
স্ত্রী ঐসব ঝগড়ায়, আমাকে তালাক দাও,ডিভোর্স দাও,আমি চলে যাবো এমন কিছুই বলে নাই। যেই বিষয়টা নিয়ে ঝগড়া ঐ বিষয়টা নিয়েই স্বামীর সাথে কথা কাটাকাটি করেছিল।
১) এটা কি তালাকের মজলিস হবে?????
আমার স্বামীর উপরোক্ত কথা বলার সময় কোন তালাকের নিয়ত ছিল না।
২) আমাদের বৈবাহিক সম্পর্ক তো বৈধ,হালালই আছে,তাই না?????
সে তালাকের নিয়তে এসব বলতো না,রাগে বলতো।
আবার বলি,তালাকের নিয়তে বলতো না।
আর আমি ও আমার স্বামীকে আমাকে তালাক দাও,আমি চলে যাবো বলি নাই। এবং তার ঐসব কথায় প্রতিউত্তর দেই নাই।
৩) আমাদের কোন তালাক হয় নাই,তাই না???