বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
পর্ণগ্রাফি দেখলে জাহান্নামে এর জন্য কঠিন ও ভয়ানক শাস্তি পেতে হবে। শাস্তি কি পরিমাণ হবে, এর নির্দিষ্ট কোনো পরিমাণ হাদীসে সরাসরি আসেনি। তবে অন্যান্য হাদীস ও বিভিন্ন দলীল প্রমাণের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, এর জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি ভোগ করতে হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرِبُهَا وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ، وَلَايَغُلُّ أَحَدُكُمْ حِينَ يَغُلُّ وَهُوَ مُؤْمِنٌ ; فَإِيَّاكُمْ إِيَّاكُمْ» ". مُتَّفَقٌ عَلَيْهِ.
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সা বলেন,কামিল ইমানদ্বার কখনো যিনা-ব্যভিচার করতে পারে না।এবং কামিল ঈমানদ্বার কখনো চুরি করতে পারে না,মদ খেতে পারে না ডাকাতি করতে পারেনা,খেয়ানত করতে পারেনা।সুতরাং হে ঈমানদ্বার গণ ঈমানকে মজবুত করো।এবং এই সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকো।
(সহীহ বুখারী-২৪৭৫,সহীহ মুসলিম-৫৭,মিরকাত-৫৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যিনা করা অবস্থায় মানুষের ঈমান তার শরীর থেকে বের হয়ে যায়, যিনা কত বড় একটি গোনাহ। সুতরাং এই মারাত্মক পর্যায়ের বড় গোনাহকে দেখাও মারাত্মক পর্যায়ের গোনাহ হবে।