আসসালামু আলাইকুম আমার স্বামির সাথে আমার গোপনে বিয়ে হয়েছে ৬ বছর ,বাসাইয় বিয়ের কথা বলি নি ।।স্বামির সাথে কিছু ভূল বুঝা বুঝির কারণে উনি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন।কিন্তু আমি মানতে চাচ্ছি না আমি আমার বাবার বাসায় আমি উনার সাথে যোগাযোগ করতে পারছি না উনি বলেছেন যদি কোনভাবে যোগাযোগের চেষ্টা করি তাইলে আমাকে অনেক অপমান করবেন, আমিই আসলে উনার উপরে জুলুম করেছি পরিবারএ পছন্দের কথা বলেছিলাম মানছিল না বাসায় আর আমি আমার স্বামির উপর এসব বলে বলে দিনের পর দিন জলুম করে গেছি উনি আমাকে সামনের মাসে নিতে আসবেন বলেছিলেন কিন্তু আমি খুব বেশি জুলুম করে ফেলায় উনি আমাকে বলেছেন আমি যেন আমার বাসার পছন্দে বিয়ে করে নেই কিন্তু সরাসরি তালাক দেন নি , কিন্তু হুজুর আমি আর কাউকে মানতে পারব না যদিও বিয়ে জায়েজ মনের উপর তো আর আমার হাত নেই ,আমার স্বামি আমাকে খুব ভাল্বাসেন আমি ভুল করে ফেলায় এই সিধান্ত নিয়েছেন,।। দোয়া করছি যেন স্বামি আমাকে তালাক না দেন যেন গ্রহন করেন আমাকে ক্ষমা করে,।। বিয়ের কথা বাসায় বললে আমাকে আটকায় যদি কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না, আমি একজন ডা মাত্র পাশ করে বেরুলাম, আচ্ছা আমি যদি বাসা থেকে চলে গিয়ে কোথাও একা নিজেকে পরদায় রেখে হেফাজাত করে নিজের জীবিকা নিজে অর্জন করে জীবন কাটাই এতে কি আমার গুনাহ হবে? বাবা মা আমার উপর জুলুম করেছে আর আমি সেই জুলুম স্বামির উপর করেছি বাবা মার ইচ্ছায় যদি অন্য কোথাও বিয়ে না করে বাসা থেকে কোথাও একা মহিলা হোস্টেল বা মহিলা মাদ্রাসায় গিয়ে যদি জীবন কাটাই তাইলে কি গুনাহ হবে? বাবা মার সাথে যোগাযোগ রাখব ফোনে পরবরতিতে, কি করব কিছুই বুঝতে পারছি না,আশা করি বিস্তারিত জানাবেন প্লিজ