আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
182 views
in পবিত্রতা (Purity) by (42 points)

১।নাপাক কাপড় প্রত্যেকবার ধৌত করে ভাল্ভাবে চিপড়ানোর পড়েও কিছি পানি টপকিয়ে পড়ে।তৃতীয়বার ধোয়ার পর চিপড়ানোর পড়েও তা হয়।এতে কি সমস্যা হবে?

 

২।কাপড়ে দৃশ্যমান নাপাকি লাগলে ,তা বালতির পানিতে একবার ধুলে যদি নাপাকি দূর হয়। তাহলে কি নাপাক কাপড় পাক হবে?

বালতির পানিতে একবার কাপড় ভিজানোর সাথে সাথেইতো পানিও নাপাক হয়ে যায়।

 

৩।দৃশ্যমান নাপাকি কাপড় এবং অন্য যেকোন কিছু যেমনঃআসবাপ্ত্র ,দরজা-জানালা ইত্যাদিতে লাগলে টিস্যু বা কাপড় দিয়ে ডলে তুলে ফেললে কি তা পাক হয়ে যাবে?

আর এক্ষেত্রে কি কাপড় ভিজা থাকা লাগবে?

টিস্যুতো আর ভিজা থাকে না।আর ভিজাতে গেলে পুরো চুপসে যায়। 

 

আর তরল নাপাকি শুকিয়ে যাবার আগে টিস্যু দিয়ে যদি মুছে ফেলি(কাপড় বাদে)।এবং শুকিয়ে গেলে ভিজা কাপড় দিয়ে মুছি তাহলে কি তা পাক হবে?

 

দয়া করে একটু বিস্তারিত জানাবেন।

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/23740 নং ফাতাওয়ায় আমরা উল্লেখ করেছি যে,

নাপাক কাপড় ধৌত করার সময় প্রত্যেকবার ভিন্নভাবে বালতি ধুয়ে পাক করার প্রয়োজনিয়তা নাই। তৃতীয়বার কাপড়টি ধৌত করার পর বালতি এমনিতেই পাক হয়ে যাবে। তবে প্রথম ও দ্বিতীয় বার বালতি থেকে পানি সবটুকু ফেলে দিয়ে পরবর্তী বারের জন্য পানি নিতে হবে। (দুররে মুখতার-১/৩০৮, ফাতাওয়া আলমগীরী-১/৪২)


إنْ غَسَلَ ثَلَاثًا فَعَصَرَ فِي كُلِّ مَرَّةٍ ثُمَّ تَقَاطَرَتْ مِنْهُ قَطْرَةٌ فَأَصَابَتْ شَيْئًا إنْ عَصَرَهُ فِي الْمَرَّةِ الثَّالِثَةِ وَبَالَغَ فِيهِ بِحَيْثُ لَوْ عَصَرَهُ لَا يَسِيلُ مِنْهُ الْمَاءُ فَالثَّوْبُ وَالْيَدُ وَمَا تَقَاطَرَ طَاهِرٌ وَإِلَّا فَالْكُلُّ نَجِسٌ. هَكَذَا فِي الْمُحِيطِ.
যদি কেউ কাপড়কে তিনবার ধৌত করে,এবং প্রত্যেকবার নিংড়ায়, অতঃপর কাপড় থেকে পানির ফোটা কোনো জিনিষে পড়ে, যদি তৃতীয়বার ভালভাবে নিংড়ানো হয়ে থাকে,এমনভাবে যে এরপর আর নিংড়ালে কোনো পানি বের হবে না,তাহলে কাপড় থেকে যে পানি পড়বে,সেই পানি ও কাপড় এবং হাত কোনো কিছুই নাপাক বলে বিবেচিত হবে না।আর যদি নিংড়ানো না হয়ে থাকে,তাহলে তিনবার ধৌত করার পরও কাপড় থেকে ফোট ফোটা করে পরে যাওয়া পানি নাপাক বলেই গণ্য হবে। ( ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কাপড়কে তৃতীয়বার ধৌত করার পর ভালভাবে নিংড়ানোর পর যদি কাপড় থেকে কোনো পানি পড়ে,তাহলে সেই পানি নাপাক নয়।সুতরাং কাপড় বা শরীরে লাগলে তা নাপাক হবে না।

(২)
কাপড়ে দৃশ্যমান নাপাকি লাগলে ,প্রথমে সেই নাপাকি কে বালতির বাহিরে কাপড়ের উপর পানি ঢেলে নাপাকিকে দূর করতে হবে।নাপাকি দূর হয়ে গেলেই কাপড় পাক হয়ে যাবে।
বালতির ভিতরে প্রবেশ করালে বালতির ভিতরের পানি নাপাক হয়ে যাবে।

(৩) দৃশ্যমান নাপাকিকে এমনভাবে দূর করতে হবে যে,তাতে আর কোনো নাপাকি থাকতে পারবে না।টিস্যু ইত্যাদি দ্বারা মুছলে কাপড়ের মধ্যে কিছু নাপাকি থেকে যায়,যেজন্য কাপড় পাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...