ব্যাংক থেকে প্রাপ্ত সুদের অর্থ নাকি যাকাতের হকদার ব্যক্তি ছাড়া কাউকে দেয়া যায় না। কেউ যদি ইতোপূর্বে এই মাসআলা জেনে হোক বা না জেনে হোক, এমন কোন দরিদ্র-অভাবগ্রস্ত কাউকে ব্যাংক থেকে প্রাপ্ত সুদের অর্থ দিয়ে থাকে যে ব্যক্তি যাকাত ভোগের হকদার ছিল না, তাহলে সেক্ষেত্রে কি তাকে পুনরায় উক্ত পরিমাণ টাকা যাকাত ভোগের হকদার কাউকে খুঁজে বের করে বিনা সওয়াবের নিয়তে প্রদান করতে হবে? যদি এমন কোন ব্যক্তিকে ব্যাংক থেকে প্রাপ্ত সুদের অর্থ দিয়ে থাকে, যে ব্যক্তি দরিদ্র হলেও যাকাত ভোগের হকদার ছিল না, তাহলে সেক্ষেত্রে কি যাকাত ভোগের হকদার কাউকে পুনরায় উক্ত পরিমাণ টাকা দিয়ে দিতে হবে?