জবাব
بسم الله الرحمن الرحيم
যদি কেহ কুরবানীর পশু ক্রয় করার পর তাহা বিক্রয় করে কুরবানীর জন্য অন্য পশু ক্রয় করে,সেক্ষেত্রে শরীয়তের বিধান হলো ২য় পশুটির মূল্য যদি ১ম পশু থেকে বেশি হয়,সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।
কিন্তু ২য় পশুটির মূল্য যদি ১ম পশু থেকে কম হয়,সেক্ষেত্রে অতিরিক্ত টাকা ছদকাহ করে দিতে হবে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنِي أَبُو حُصَيْنٍ، عَنْ شَيْخٍ، مِنْ أَهْلِ الْمَدِينَةِ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ مَعَهُ بِدِينَارٍ يَشْتَرِي لَهُ أُضْحِيَةً فَاشْتَرَاهَا بِدِينَارٍ وَبَاعَهَا بِدِينَارَيْنِ فَرَجَعَ فَاشْتَرَى لَهُ أُضْحِيَةً بِدِينَارٍ وَجَاءَ بِدِينَارٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَتَصَدَّقَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَدَعَا لَهُ أَنْ يُبَارَكَ لَهُ فِي تِجَارَتِهِ .
মুহাম্মদ ইবন কাছীর (রহঃ) ............. হাকীম ইবন হিযাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দীনার দিয়ে কুরবানীর পশু খরিদের জন্য প্রেরণ করেন। তিনি এক দীনার দিয়ে কুরবানীর পশু খরিদ করে, পরে তা দুই দীনারে বিক্রি করে দেন। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য এক দীনারে একটি কুরবানীর পশু খরিদ করেন এবং নগদ এক দীনার নিয়ে তাঁর খিদমতে হাযির হন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দীনারটি দান করে দেন এবং তার ব্যবসায়ে বরকতের জন্য দু'আ করেন।
(আবু দাউদ ৩৩৫৩,তিরমিযী ১২৫৭।)
إذا اشترى أضحية وباعها حتى جاز البيع فى ظاهر رواية أصحابنا: ثم قال اشترى مثلها وضحى بها فإن كانت الثانية مثل الأولى أو خيرا منها جاز ولا يلزمه شيء آخر وإن كانت الثانية شرا من الأولى فعليه أن يتصدق بفضل القيمتين (الفتاوى التاتارخانية-17/414، رقم-27687، المحيط البرهانى-8/460، رقم-10792)
সারমর্মঃ
যদি কেহ কুরবানীর পশু ক্রয় করার পর তাহা বিক্রয় করে,তাহলে তাহা জায়েজ আছে।
অতঃপর যদি আরেকটি কুরবানীর পশু ক্রয় করে,এবং জবাই করে,তাহলে ২য় পশুটির মূল্য যদি ১ম পশুর সমান সমান হয়,সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।
কিন্তু ২য় পশুটির মূল্য যদি ১ম পশু থেকে কম হয়,সেক্ষেত্রে অতিরিক্ত টাকা ছদকাহ করে দিতে হবে।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে দশ হাজার টাকা সদকাহ করে দিতে হবে।