আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

–1 vote
388 views
in সালাত(Prayer) by (23 points)
মাগরিবের নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়ে যদি হায়েজ শুরু হয় তাহলে কি ঐ নামাজ কাযা হয়ে যায়?

যোহরের আযানের কিছু ক্ষন পর হায়েজ টের পেলে, এবং ঘুমের মধ্যে হয়ত আরো আগে হায়েজ হতে পারে,এখন কি ঐ যোহর কাযা পরতে হবে?

1 Answer

0 votes
by (598,140 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মাগরিবের নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়ে যদি হায়েজ শুরু হয়,তাহলে উক্ত মাগরিবের নামাযবে কাযা করতে হবে। কেননা তখন বুঝা যাবে যে, মাগরিবের নামায ওয়াক্ত শুরু হওয়ার কিছুক্ষণ পর হায়েয শুরু হয়েছে।এবং আপনি তো ওয়াক্ত শুরু হওয়ার কিছু পরই হায়েযের রক্তকে দেখেছেন। হ্যা যদি কেউ মাগরিবের ওয়াক্ত শুরুর কিছু পূর্বে লজ্জাস্থান চেক করে রক্ত দেখতে পায়,তাহলে তখন আর মাগরিবের নামাযকে কাযা করতে হবে না। তবে সতর্কতামূলক কাযা করে নেয়া উচিৎ।

আর মগরিবের কিছুক্ষণ পূর্বে চেক করে রক্ত দেখতে না পাওয়া গেলে,তখন মারিবের নামাযকে কাযা করতে হবে। 


যোহরের আযানের কিছু ক্ষন পর হায়েজ টের পেলে, এবং ঘুমের মধ্যে হয়ত আরো আগে হায়েজ হতে পারে,এমতাবস্থায় সতর্কতামূলক জোহরের নামাযকে কাযা করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (598,140 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (23 points)
reshown by
Er ageo toh jantam na tahole ki oi namaj gulo o kaja korte hobe,er age jokhon bujhini ba jantam na bole porini?
Er age evabe kaja hoye jawa namaj gulo ki kivabe porte hobe waqt ba niyom ?
by (598,140 points)
জ্বী, ঐসব নামাযকে কাযা করতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...