আসসালামু আলাইকুম।
আমার গোপনাঙ্গে দূর্বলতার কারণে প্রায় সবসময়ই চাপ লাগলে কিছু তরল বের হয়। কিন্তু এই অবস্থা সময়ের উপর নির্ভরশীল না। পুরা ওয়াক্তের সময় কভার হয় এমন না। বরং যখন চাপ লাগে তখন বের হয়। অর্থাৎ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হয়না এটা। আমি কি মাযূর হব? যদি না হয় তাহলে আমার জন্য নামাজ অনেক কঠিন হয়ে পড়েছে। অযু করার আগে চেক করে অযু করি। তাড়াতাড়ি নামাজ পড়েই আবার চেক করি। এভাবে আমি ঈমানী দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছি। অনেক চেষ্টার পর শুধু ফরজ নামাজটাই পড়া হয়। বেশিরভাগ সময় কাযা হয়ে যায়।