জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
শরীয়তের বিধান হলো গুনাহের কাজের মান্নত করা হারাম,তাহা পুরন করা জায়েজ নয়।
★তাই প্রশ্নে উল্লেখিত মান্নত পূরন করতে হবেনা।
কাফফারাও দিতে হবেনা।
বিস্তারিত জানুনঃ
(০২)
শুধুমাত্র একথা বলার দ্বারাই সম্পদ দান হয়ে যাবেনা,বরং সে যদি নিজ ইচ্ছায় সেই সম্পদ তাকে হস্তান্তর করে দেয়,সে যদি এতে কবজা করে,তাহলেই কেবল এটি দান হবে,তাহলেই ১ম ব্যাক্তি থেকে সেই সম্পদের মালিকানা পরিবর্তন হয়ে ২য় ব্যাক্তির কাছে চলে যাবে।
(০৩)
মনে মনে কথার যেহেতু ধর্তব্য নেই,তাই উল্লেখিত ছুরতে সে যাকে ইচ্ছা বিবাহ করতে পারবে, কোনো তালাক পতিত হবেনা।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا لَمْ تَتَكَلَّمْ بِهِ، أَوْ تَعْمَلْ بِهِ، وَبِمَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا
আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ নিশ্চয় আল্লাহ আমার উম্মাতের মনে যা উদয় হয় তা যতক্ষণ না সে মুখে বলে অথবা কার্যে পরিণত করে ততক্ষণ তা উপেক্ষা করেন।
(আবু দাউদ ২২০৯)
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مِسْعَرٍ عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ تَجَاوَزَ لِأُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ وَحَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ بِهِ
উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মতের মনে যা উদয় হয় বা খটকা লাগে, আল্লাহ্ তাআলা তা ক্ষমা করে দেবেন, যতক্ষণ না সে তা করে অথবা বলে।
(নাসায়ী শরিফ ৩৪৩৮)