আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ্।
আমার কাছে কিছু ইসলামিক বই আছে, যেমন - নামাজ শিক্ষা, অজিফা শরীফ ইত্যাদি। কিন্তু বইগুলিতে ভুলে ভরা, রেফারেন্স বিহীন বিভিন্ন রকম কথা লিখা, বিভিন্ন ধরনের আমলের কথা লিখা যেসব আসলে শুদ্ধ না। এখন বইগুলো আমি রাখতে চাচ্ছি নাহ নিজের কাছে বা বাসায়। কি করবো বইগুলো? ফেলে দিতেও পারছি না কারন আরবি লিখা আছে কিছু কিছু জায়গায়।
পরামর্শ চাচ্ছি।