জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
ফিকহুস সুন্নাহ
লেখকঃ শায়েখ আবূ মালিক কামাল বিন আস-সাইয়্যিদ সালিম।
বইটি ফিকাহ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি বই।
তবে লেখক নির্দিষ্ট কোনো ইমামের মত অনুসরণ করেননা।
যেহেতু তিনি নির্দিষ্ট কোনো ইমামের মত অনুসরণ করেননা,তাই এই বই সেভাবেই সাজানো হয়েছে।
এখানে নির্দিষ্ট কোনো মাযহাবের ফতোয়া জমা করা হয়নি।
তাই তাদের মতানুসারী গন এই বই অনুপাতে আমল করতে পারবেন।
,
তবে নির্দিষ্ট কোনো ইমামের মত অনুসরণকারীগন এই বই অনুযায়ী নয়,বরং নিজ মাযহাব মেনে চলবে।
★সমস্ত মাসয়ালাতেই নিজ মাযহাব অনুযায়ী আমল করতে হবে।
অন্যথায় নফস ও খাহেশাতের পূজা হবে,যাহা হারাম।
আল্লাহ তায়ালা সুরা সোয়াদের ২৬ নং আয়াতে ইরশাদ করেনঃ
وَ لَا تَتَّبِعِ الۡهَوٰی فَیُضِلَّکَ عَنۡ سَبِیۡلِ اللّٰهِ ؕ اِنَّ الَّذِیۡنَ یَضِلُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰهِ لَهُمۡ عَذَابٌ شَدِیۡدٌۢ بِمَا نَسُوۡا یَوۡمَ الۡحِسَابِ ﴿۲۶﴾
আর প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য কঠিন আযাব রয়েছে। কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল।
বিস্তারিত জানুনঃ
,
(০২)
হ্যাঁ আপনি বিতরের কাজা আদায় করে নিন।