আসসালামু আলাইকুম, আমি আর আমার এক প্রতিবেশী ফুফাতো বোন অনলাইনে একটা একাডেমিক কোর্সে ওর আইডি দিয়ে ভর্তি হতে চাই, যেখানে ও দিবে অর্ধেক টাকা আমি দিব অর্ধেক। কোর্স টা অনলাইনে হবে। আর একসাথে দুইটা ডিভাইস দিয়ে যখন সরাসরি জুমে ক্লাস হয় তখন এক আইডি দিয়ে দুই জন ক্লাস করা যায় না, তবে ভিডিও রেকর্ড করে দেওয়া হয়। তাই আমরা ভাবছি, একজন কিছুদিন রেকর্ড দেখবে। আবার কিছু দিন সরাসরি ক্লাস করবে।
এখন আমি জানতে চাই, এভাবে ভর্তি হওয়া কি জায়েজ?
দয়া করে বিষয়টি জানেবেন।