‘নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘন কারীদের পছন্দ করেন না” (আল-মায়ীদা রুকু;-১২ আয়াত;-৮৭-৯৩)
যারা বার বার পাপ করতে থাকে যেমন দুর্নীতি করা, বিয়ের আগে প্রেম,সুদ খাওয়া, জুলুম করা ইত্যাদি কবিরা গুনাহ করে এবং মজা পায় তাহলে তাদের ঈমান কিভাবে ভেঙ্গে যাবে?এরা কি সীমা লঙ্ঘনকারী ?যারা এমন কাজ করতে থাকে তাদের কি ঈমান ভেঙ্গে যায় ? রাতে সূরা মূলক পাঠ করলে তাদের কবরের আযাব মাফ হবে ?