➤পরিধেয় কাপড়ে বীর্য বা মজি লেগেছে। সেই কাপড়ে বিছানায় বসার পর বিছানার চাদরে বীর্য বা মজির কোন ভেজা দাগ, চিহ্ন বা আকার পাওয়া যায় না।এক্ষেত্রে বিছানার চাদরও কি ধুতে হবে?
➤ অনেক আলেমের মতে, কাপড়ে বীর্য বা মজি লেগে যদি শুকিয়ে যায় আর যদি কোন চিহ্ন বা আকার না থাকে তবে সেখানে শুধু পানির ছিটা দিলেই তাহারাত হাসিল হয়ে যাবে। উক্ত মতের উপর কি আমল করা যাবে?