ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) কারো যদি আপনার নিকট ১০০০ টাকা পাওনা থাকে, তাহলে পরিশোধের সময় তার নিকট হুবহু ১০০০ টাকাই পৌছতে হবে। যদি আপনি বিকাশের মাধ্যমে তার নিকট টাকা প্রেরণ করেন, তাহলে আপনি ১০২০টাকা প্রেরণ করবেন, যাতেকরে সে ১০০০ টাকা পায়। তবে যদি সে কম মেনে নেয়, তাহলে সমস্যা নেই।
(২)
শর্ত ব্যতিত ঋণ পরিশোধের সময় অতিরিক্ত প্রদান করা জায়েয। বিস্তারিত জানতে ভিজিট করুন-
(৩)
আপনি তাকে ১০০০ টাকাই বিকাশে দিবেন।
(৪)
যেহেতু ঐ ব্যক্তি আপনাকে ক্যাশ আউট খরচ দেয় নাই, তাই আপনাকে ও খরচ দিতে হবে না।জাযাকুমুল্লাহ।