তওবার সময় দৃৃৃৃৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে সে গুনাহ আর করব না৷প্রবৃৃৃৃৃৃৃত্তি তাড়িত করলে কখনো কখনো নিজেকে আলহামদুলিল্লাহ সামলাতে পারি বা কখনো শয়তার ফাদে পা দি৷কিন্তু আমার প্রতিজ্ঞা ছিল যে আমি আর করব না,এমন চিন্তা নাই যে আবার ভুল করে আবার তওবা করব৷আমার এমন না যে আমি গুনাহকে নিজ থেকে ঘৃৃৃৃৃৃৃৃণা করি,ঘটনা এমন যে আমি গুনাহর প্রতি ভালো লাগাটা থাকা সত্ত্বে আল্লাহর জন্য ত্যাগ করছি৷এক্ষেত্রে আমার তওবা কি কবুল হবে?
ইসলামে র ইতিহাসে দেখা যায় শত্রুদের প্রশ্নের কারণে বিরক্ত হয়ে কেবল একটি ইশারা দেওয়ার কারণে ৭দিন পর্যন্ত খুঁটির সাথে লেগে থেকে ক্ষমা চাওয়ার পর তওবা কবুলের বাণী নাযিল হয়,আবার যুদ্ধে অংশ না নেয়ার কারণে ৩জন সাহাবির তওবা কয়েকদিন পর কবুল হয়৷এখন মাফ চাইলে কি কয়েকদিন পর্যন্ত চাইতে হয়,না একবার করাই যথেষ্ঠ??