আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
498 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
একজন ওয়াদা হিসেবে আল্লাহর কসম বলে একটি কথা আমানত রাখতে বলে, সেটার বিপরীতে অপরজন ইন শা আল্লাহ বলেছিল, ওয়াল্লাহি বলে নি। তারপর সেই ওয়াদার আংশিক পরিস্থিতির জন্য ভঙ্গ হয়ে যায়, এখন কি কাফফারা হিসেবে ৩ টি সিয়াম রাখতে হবে?

1 Answer

0 votes
by (575,580 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


আল্লাহ তায়ালা সুরা বাকারার ২২৫ নং আয়াতে উল্লেখ করেনঃ

لَا یُؤَاخِذُکُمُ اللّٰہُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَ لٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا کَسَبَتۡ قُلُوۡبُکُمۡ ؕ وَ اللّٰہُ غَفُوۡرٌ حَلِیۡمٌ ﴿۲۲۵

আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না। কিন্তু পাকড়াও করবেন যা তোমাদের অন্তরসমূহ অর্জন করেছে। আর আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।

★কসম হবে কেবল আল্লাহর নামে অথবা তার কোন গুনের নাম নিয়ে অথবা কুরআন স্পর্শ করে।
অন্যথায় তাহা জায়েজ নয়। 

★শরীয়তের বিধান হলো কেহ যদি কসম করার সাথে সাথেই ইনশাআল্লাহ বলে তাহলে সেই কসম বাতিল হয়ে যায়।
সেটি আর পূর্ণ করতে হয়না,সেটি ভঙ্গ করলে কাফফারাও দিতে হয়না।
,
ফাতাওয়ায়ে শামীতে উল্লেখ আছেঃ   

وصل بحلفہ إن شاء اللہ بطل یمینہ وکذا یبطل بہ أي بالاستثناء المتصل کل ما تعلق بالقول عبادة أو معاملة․ (درمختار مع الشامي: ۵/۵۲۷، ط: زکریا).
সারমর্মঃ
কেহ যদি কসমের সাথে ইনশাআল্লাহ যুক্ত করে,তাহলে কসম বাতিল হয়ে যাবে।
একই ভাবে সাথে সাথে ইস্তেছনা করার দ্বারা ইবাদত বা লেনদেন সংক্রান্ত কথা বাতিল হয়ে যাবে। 
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
যেহেতু কেহ কসম করার সাথে সাথেই ইনশাআল্লাহ বললে, সেই কসম বাতিল হয়ে যায়।
সেই হিসেবে কেহ যদি কসমের বাক্য না বলে ইনশাআল্লাহ বলে,যেমনটি প্রশ্নে উল্লেখ রয়েছে,এক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই।
কসমই হবেনা,কাফফারার কোনো প্রশ্নই উঠেনা।
,
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে কোনো কাফফারা আদায় করতে হবেনা।
   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...