আসসালামুওলাইকুম, আশা করি ভালো আছে।
প্রায় ৯/১০ বছর থেকে একটা পারিবারিক সমস্যায় ভুগছি। আমি ক্লাস ৮ থাকা অবস্থায় আমার মা পরকীয়াতে জড়িয়ে যা। তখন থেকে আমার বাবা ও নানার পরিবার নানা ভাবে তাকে বুঝিয়ে, কখনও শাসন করে ভালো পথে নিয়ে আসার চেষ্টা কর কিন্তু এখন পর্যন্ত সে আগের মতোই আছে, বরং আরো উশৃঙ্খল হয়েছে আমার বাবা মারা যাওয়ার পর
তার এই অপকর্ম শুরু মোবাইলে কথা বলা মাঝরাতে প্রথমে আমি ও আমার বাবা প্রায় একই সময়ে দেখতে পার।
কিন্তু সে পরিবারের সবার সামনে পবিত্র কুরআন হাতে নিয়ে অস্বীকার কর।
তারপর এভাবে চলতে থাকে তার অপকর্ম, অনেক সময় শাসন, মারধর, চাকরি থেকে বরখাস্ত করা, কোন কিছুঁই এসব থামাতে পারে নাই।
যখনি বিচার-সালিশ বসানো হয় তখন বলে করবে না আর কিন্তু আবার কিছুদিন পর শুরু কর। দুইবার এক লোকের সঙ্গে পালিয়ে যায়।
আব্বু মারা যাওয়ার পর সে আমার হাত ধরে কান্না কাটি করে ও নিজে থেকে মাফ চায় যে যা ভুল করছে আর কখনও করবে না। আমি তাকে আর এই ব্যাপার এ আর কিছু বলি নাই এমনিতেও কখনো তার সাথে এইসব নিয়ে কথা বলতাম না।
আমি বিদেশে ফিরে আসার পর থেকে আবার সেই একই কাজ। বাড়ির সকল সিদ্ধান্ত সে নেয় তার ওই সব আজেবাজে বন্ধু-বান্ধব নিয়ে। আমাকে জানানর প্রয়োজন মনে করে না। অর্থাৎ পরিবারে আমার কোন ভূমিকা নাই।
আব্বুর পেনশন, পৈতৃক জমি, এককালীন কয়েক লক্ষ টাকা তার নিজের নামে। কখনো হিসাব চাইলে গোজা মিল দিয়ে কাটায় যায়।
আমার মা আমার বোন কে হুমকি দিয়েছে যদি আমাকে বলে দেয় তাহলে আমার বোনের খবর আছে। আমার বোন হয়ত আরো কিছু জানে বলতে চায় কিন্তু পারে না।
আমি বাবার পেনশন, জমি, টাকা এইগুলার ভাগ বুঝায় দিয়ে, মায়ের সাথে সব কিছু বন্ধ অর্থাৎ যোগাযোগ, দেখা শুনা সব বন্ধ করে দিতে চাই। তাতেকি আমার খুব গুনাহ হবে, নামাজ কালাম কবুল হবে না ?
নাকি সব মেনে নিয়ে সব দেখে যাবো? সে এইসব ছাড়বে না কখনো আমার নানা, নানী, মামা, খালা প্রচুর চেষ্টা করেছে।