আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ, উস্তাজ।
আমি একজন ডাক্তার,
ভবিষ্যতে ফরজ পর্দার ভিতরে থেকে মহিলাদের ও শিশুদের সেবা দেওয়ার নিয়তে চেম্বার দেওয়ার পরিকল্পনা করেছি ( ইং শা আল্লহ)।
এমন অবস্থায়, আমাকে টাকা জমাতে হবে, যদি চেম্বার দিতে চাই।
কিন্তু সুন্নত হলো, নবিজী, পরের দিনের জন্য ও কিছু জমাতেন না, অল্পে তুষ্ট থাকতেন।
তাহলে আমার এই টাকা জমানো টা কি সুন্নতের খিলাফ হবে? অথবা, জমানো কি জায়েজ হবে?
জাযাকাল্লাহু খইরন।