বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামে বিয়ের পর নতুন বৌকে বারবার শাড়ি পরে শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের সামনে আসতে হয়। নন মাহরামদের সামনে যদি নাও আসে, যদি শুধু আত্মীয় ও প্রতিবেশী মহিলাদের সামনে বারবার শাড়ি পরে আসতে হয় তাও কি সেটা জায়েজের কাতারে পড়বে? বারবার কাপড় চেঞ্জ করে আসা মানে তো একটা মানুষের হয়রানি। ইসলামে একজন মানুষকে হয়রানি করার বিধান নেই। খেয়াল করুন এটা শুধু ভারতীয় উপমহাদেশেই হয় বলে আমি জানি।