আসসালামু আলাইকুম শাইখ
বর্তমান সময়ে কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে?
আমার জানামতে যাকাতের নিসাব পরিমাণ অর্থ থাকলেই তার ওপর কুরবানি ওয়াজিব।(সাদাকাতুল ফিতর আদায়ের ন্যায়)
অন্য এক পুস্তিকায় লেখা দেখলাম ১০-১২ হাজার টাকা থাকলেই কুরবানি দিতে হবে।
অনুগ্রহ করে টাকার পরিমাণ উল্লেখ করে জানাবেন।
*আর কোন ব্যক্তি যদি বছরের পর বছর নিসাব পরিমাণ অর্থ থাকা সত্ত্বেও যাকাত,কুরবানি এবং হজ্ব আদায় না করে তাকে নসীহত করার বিধান কি?
জাযাকাল্লাহ খাইরান