ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
রমজান বলেন আর রমজান ছাড়া বলেন, কোনো সময়ই সেহরির শেষ সময় গত হওয়ার পর আর খাওয়া যাবে না।সাহরির শেষ সময় গত হওয়ার পর ভক্ষণ করলে আর রোযা হবে না।ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিক ক্যালেন্ডার দেখে সেহরি খাওয়ার চেষ্টা করবেন।
(২)
যতটা রোযা এভাবে রেখেছেন,তার হিসাব করে দেখবেন।হিসাব করে করে আপনি সবগুলো রোযার কাযা করে নিবেন। হিসাব করা সম্ভব না হলে,অনুমানের উপর বিত্তি করে আপনি কাযা করে নিবেন।
(৩)
রোযা অবস্থায় ট্রুথ ব্রাশ, দাত মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরুহ।
(৪)
জামাতের সাথে নামায পড়া সুন্নতে মু'ক্কাদা বা ওয়াজিব।সুতরাং আপনি যদি বিনা প্রয়োজনে ঘরে ফজরের নামায পড়েন,তাহলে আপনার গোনাহ হবে।
(৫)
ফরয রোযার কাযা পৃথক ভাবে আদায় করতে হবে।এবং জিলহজ্ব মাসের রোযাকে পৃথকভাবে রাখতে হবে,যদি রাখার নিয়ত থাকে।