আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার এক বোনের প্রশ্ন কপি-পেস্ট করছিঃ
আমি জেনারেল ব্যকগ্রাউন্ডের একজন সাধারণ বোন। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা অবিরাম চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিচ্ছেন। আমি দ্বীনি বোনদের নিয়ে একটা গ্রুপ খুলেছি, সেখানে সাধারণ রিমাইন্ডারমূলক বিভিন্ন বিষয় ( যেমন সাপ্তাহিক সুন্নাহ সিয়াম, গীবত থেকে বাঁচা, তাহাজ্জুদ, আইয়ামে বীদের সিয়াম, রমাদ্বানকে কাজএ লাগানো, জিলহজ্জকে কাজে লাগানো ইত্যাদি) হাদিসের রেফারেন্সসহ বা আয়াতের রেফারেন্সসহ প্রদান করা হয়, কখনো বা জুমে এই সাধারণ রিমাইন্ডারগুলো দেওয়া হয়। কখনোই ফতোয়াজাতীয় কিছু, বা মৌলিক কোনো জ্ঞান যেমন আক্বীদা, তাজউইদ এগুলো গ্রুপ থেকে শিখানো হয় না যেহেতু এগুলোর যোগ্যতা আমার নেই, আমি শিখছি। আমি তা-ই বলি গ্রুপে যা সহীহ হাদিসে বর্ণিত বিভিন্ন আ'মল, হয়তো বা অনেকে আগে থেকেই জানে, তাও রিমাইন্ডারস্বরূপ দেওয়া, বলা। এক্ষেত্রে আমি আমার অন্তরকে রিয়া থেকে মুক্ত রাখার জন্য আমার কোনো পরিচয় প্রদান করি না গ্রুপের বোনদের, আমি এও দাবি করিনা আমার কোনো ইল্মী যোগ্যতা আছে। আমি সবসময়ই বলি আমার ইল্মী কোনো যোগ্যতা নেই, জেনারেলেই পড়ি, স্রেফ হাদিস বা আয়াতের ভিত্তিতে আমলের রিমাইন্ডার দিই। এখানে আমার দুনিয়াবি শিক্ষাগত পরিচয় অন্য বোনদের কতটা জানা জরুরি আমি তা জানতে চাচ্ছি।
এই প্রেক্ষাপটে আপনার কাছে প্রশ্ন, এক্ষেত্রে আমি যে আমার পরিচয় গোপন রাখছি এতে কী কোনো সমস্যা আছে? আমি যেহেতু মৌলিক কিছু শিখাচ্ছি না,স্রেফ আমল নিয়ে কথা বলছি, তাই তাদেরকে আমার দুনিয়াবি পড়ালেখার পরিচয় দেওয়া কি এখানে অত্যাবশ্যক? অনেক বোন আমার নিয়াত না দেখেই পরিচয় গোপন রাখা নিয়ে বিভিন্ন কুধারণা ও মন্তব্য করছেন, তাই নিশ্চিত হতে ফতোয়া জানতে চাইছি।
জাঝাকুমুল্লাহু খইরন।