আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
231 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (31 points)
closed by
আস সালামু আলাইকুম উস্তাদ!
উস্তাদ! আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি। আমার বড়চাচা আমাদের উপর জুলুম করছে। আমার দাদী তিন শতক জমি দুই ছেলের  অর্থাৎ আমার আব্বু ও বড়চাচার মধ্যে ১.৫ শতক করে উভয়ের নামে লিখে দেয়। এই তিন শতক জমির অর্ধেক খালি জায়গা আর অর্ধেক জায়গায় ২০০ বর্গ ফুটের ঘর আছে। একটায় ঘরে আমরা থাকি আর একটি ঘরে আমার বড়চাচা থাকে। জমি লিখে দেওয়ার আগে আমার আব্বু ও বড়চাচা মধ্যে পজিশন নিয়ে একটা চুক্তি হয়। চুক্তিটি হলো যে খালি জায়গা নেবে সে ঘরসহ জমি নেবে না(যেহেতু খালি জায়গায় দুই পাশে রাস্তা আছে কিন্তু ঘরসহ জমিটির শুধুমাত্র একপাশে রাস্তা আছে)। এরপর আমার বড়চাচা খালি জায়গা নেয়। আর আমার আব্বু ঘরসহ জমিটি নেয়। কিন্তু আমার বড়চাচা উকিল সাথে চুক্তি করে তার দলিলে ১০০ বগফুট ঘরের নেওয়ার কথা উল্লেখ করে বিশ্বাসঘাতকতা করে। আমার আব্বু ভাইয়ের প্রতি বিশ্বাস করে দলিল খেয়াল করিনি। কিন্তু আমার ফুফারা, পাড়া-প্রতিবেশী সকলেই সাক্ষী রয়েছে যে সে পুরাতন ঘর অংশ নেবে না। এরপর মিটিং হয়, সে সাত মাস সময় নেয় তার জমিতে ঘর করে চলে যাবে। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে সাড়ে তিনবছর আমাদের ঘরে থেকে যায় নানান বাহানা দিয়ে। এর মধ্যে সে ব্যাপকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে। সে রাস্তার কন্টাক্টর, রাস্তার কাজ বন্ধ থাকায় সে অন্য কোনো কাজ তালাশ করেনা, তাকে অন্য কাজের সন্ধান দেওয়ার পরও সে কাজ করেনা ইচ্ছাকৃতভাবে এবং তার বউকে বলে তার বাপের বাড়ি থেকে টাকা আনতে। বসে বসে জমানো অর্থগুলো শেষ করতে থাকে। এমনকি তার স্ত্রী আট মাস বাপের বাড়ি চলে যায়। তারপরও সে এখন পর্যন্ত কাজ করেনা। তার ১৫ বছরের একটা ছেলে আছে সে পর্যন্ত তাকে মেরেছে। এরপর সে দুই মাস পর তারপর দুই সপ্তাহ ঘর ছাড়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে। পাড়া-প্রতিবেশী সবাই তার বিরুদ্ধে এমনকি তার স্ত্রী ও সন্তানও। তার ঘর কমপ্লিট হয় ওয়ার পরও আমাদের ঘর ছাড়ছে না। একটা ঘরে আমরা খুবই অসুবিধায় আছি আমার ২১ বছর বয়স হয়েছে। আমার মা অন্যের বাড়িতে গোসল করতে যায়। আমার পক্ষে এটা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। সে নেমে গেলে আমরা গোসলখানা করবো। আমি IOM তে আলিম কোর্সে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ! একটা ঘরে পড়াশুনা করা কঠিন হয়ে যাচ্ছে। এখনও সে ঘর ছাড়বেন না এবং সে অন্যায়ভাবে ঘর ভাগের নেওয়ার কথা বলছে। সে অহংকারে পরিপূর্ণ এবং নিজেকে বুদ্ধিমানভাবে। প্রতিবেশীদের সঙ্গে তার ভালো সম্পর্ক নেই। নিজের বোনদের থেকে অনেক টাকা ধার নিয়ে খেয়েছে। নেতাদের দ্বারাও সমস্যা মিটছে না। সবাই ওকে তিরস্কার করে মেন্টাল বলে কিন্তু সে স্বাভাবিক মানুষ।
শায়েখ!  এই অবস্থায় আমি তার বিরুদ্ধে বদ-দোয়া করতে পারবো?
আর আমার আব্বু মাথা গরম হয়ে যাওয়ায় আজ তাকে মারতে গেছিলো এতে তার গোনাহ হবে?
শায়েখ!  আপনার কাছে আমি সুপরামর্শ চাই আমি এই অবস্থায় কী করবো?
শায়েখ!  এটা কী জীনের জন্য হতে পারে? আমি শুনেছি আমাদের খালি জায়গা জীন বসবাস করতো, সেই জায়গায় তার ঘর তৈরি হয়েছে। ঘরে যাওয়া নিয়ে তার যত ঝামেলা। যদি তাই হয়ে থাকে তাহলে তাহলে কী করবো?
closed

1 Answer

0 votes
by (597,330 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- https://www.ifatwa.info/1577 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে, 
সিলাহ রেহমির স্থর
دَرَجَاتُ الصِّلَةِ:
ذَهَبَ فُقَهَاءُ الْحَنَفِيَّةِ وَالشَّافِعِيَّةِ إِلَى أَنَّ دَرَجَاتِ الصِّلَةِ تَتَفَاوَتُ بِالنِّسْبَةِ لِلأَْقَارِبِ، فَهِيَ فِي الْوَالِدَيْنِ أَشَدُّ مِنَ الْمَحَارِمِ، وَفِيهِمْ أَشَدُّ مِنْ غَيْرِهِمْ . وَلَيْسَ الْمُرَادُ بِالصِّلَةِ أَنْ تَصِلَهُمْ إِنْ وَصَلُوكَ؛ لأَِنَّ هَذَا مُكَافَأَةٌ، بَل أَنْ تَصِلَهُمْ وَإِنْ قَطَعُوكَ . فَقَدْ رَوَى الْبُخَارِيُّ وَغَيْرُهُ لَيْسَ الْوَاصِل بِالْمُكَافِئِ وَلَكِنَّ الْوَاصِل الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا
হানাফি ফুকাহায়ে কেরাম,এবং শাফেয়ী ফুকাহায়ে কেরাম মনে করেন,সিলাহ রেহমি আত্মীয়তার স্থরভেদে প্রযোজ্য হবে।মাহরামের তুলনায় মাতা-পিতার জন্য উচ্ছস্থরের সিলাহ রেহমি প্রযোজ্য হবে।আর গায়রে মাহরামের তুলনায় মাহরামের জন্য উচ্ছস্থরের সিলাহ রেহমি প্রযোজ্য হবে।সিলাহ রেহমির অর্থ এটা নয় যে,কেউ আপনার সাথে ভালো ও উত্তম ব্যবহার করল,আর বিনিময়ে আপনিও তার সাথে ভালো ব্যবহার করলেন।কেননা এটার নাম তখন সিলাহ রেহমি না হয়ে  মুকাফা'।বরং আত্মীয় কেউ আপনার সাথে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করার পরও আপনি তার দিকে উত্তম ব্যবহার নিয়ে অগ্রসর হবেন এটাই হলো মূলত সিলাহ রেহমি।যেমন সহীহ বুখারী সহ বিভিন্ন রেওয়াতে এসেছে,সিলাহ রেহমি এটা নয় যে,আত্মীয় কারো ভালো ব্যবহারের বিনিময়ে আপনিও তার সাথে ভালো ব্যবহার করলেন,বরং সম্পর্ক বিচ্ছিন্ন করার পরও তার সাথে ভালো ব্যবহার করার নামই হলো সিলাহ রেহমি।(৩/৮৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বাবার উচিৎ রাগ না করে তার সাথে নরম ও ভালো ব্যবহার করা। লোকজনের মাধ্যমে তাকে বুঝানোর চেষ্টা করা। সকল চেষ্টা ব্যর্থ হলে আপনার বাবা আইনের আশ্রয় গ্রহণ করতে পারবেন। তবে শর্ত হল, আইনের আশ্রয় নিতে গিয়ে কোনো প্রকার মিথ্যার আশ্রয় তিনি নিতে পারবেন না। জ্বীন জাতীয় সমস্যা কি না ? এজন্য আপনার এলাকার ভালো কোনো আল্লাহ ওয়ালা মুদাব্বিরের শরণাপন্ন হন। আমাদের মনে হয়, এটা জ্বীনগত কোনো সমস্যা নয়, বরং আর্থিক দুর্বলতার কারণেই সে ওখানে যেতে রাজি হচ্ছে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 190 views
...