আসসালামুআলাইকুম,
১।ব্রণ গালালে যে সাদা শালের মত বের হয় আথবা সামান্য পানির মত বের হয়,এগুলো কি নাপাক?
২।আর ঘামাছি গালালে যে পানি বের হয় তা কি নাপাক?
৩।চামড়ার কোন কিছুতে নাপাকি লাগলে তা মগ দিয়ে পানি ঢেলে ধুয়ে নিলে পাক হয়ে যাবে না?
৪।নাপাক কাপড় ফ্লোরে রেখে বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে কাপড়ে ঢেলে, নাপাক কাপড় কাঁচার পর আবার যদি মগ দিয়ে বালতি থেকে পানি নিতে যাই তখন যদি বালতিতে হাতে লেগে থাকা পানি পড়ে তাহলে কি বালতির পুরো পানি নাপাক হবে?
আর যেহেতু হাত দিয়ে নাপাক কাপড় কাচছিলাম,কাপড় কাঁচার সময় পানির হালকা ছিটাতো হাতে লাগে। ঐ হাত মগ ধরলে বা হাত বালতিতে লাগলে কি মগ বা বালতি নাপাক হবে?