আসসালামু ওয়ালাইকুম। আমরা জানি, আল-কুরআন এ আছে,
"হে ঈমান-দারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধরূপে গ্রহণ করে তারাই যালিম।" [সূরা তাওবাহ, আয়াত: ২৩]
আবার সিরাহ থেকে দেখা যায়, মুহাম্মদ (স) নিজেও তার চাচা আবু তালিবের জন্যে মাগফিরাতের দুয়া করেছিলেন যতক্ষন না আল্লাহ্‌ ওহী নাজিল করে নিষেধ করে। অর্থাৎ এখানে রাসূল (স) এর তার মুশরিক চাচার প্রতি ভালোবাসা লক্ষ্য করা যায়। তো এ থেকে কি প্রমান হয় যে কাফের দের কে ভালোবাসা যাবে যদি তারা ইসলাম বিরোধি না হয়? কিন্তু তখন তো তা উপরের আয়াতটির বিরুদ্ধে যায়। মানে আল্লাহ্‌ তো এখানে সব মুশরিককে উদ্দেশ্য করেই বলেছেন?