আসসালামু আলাইকুম।
এই ওয়েবসাইটে দাড়ি নিয়ে একটি প্রশ্নের জবাবে আপনারা বলেছেন দাড়ি চাছা হারাম, এই কথা একজনকে বলায় তিনি আমাকে বলেন এটা হারাম না, নাজায়েজ। কারণ হালাল - হারামের বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর।
তাকে বোঝাব কিভাবে? হালাল হারাম, জায়েজ নাজায়েজ বিষয়টি শরীয়াহর সাপেক্ষে বুঝিয়ে বললে ভাল হত।