দাওয়াত এর নিয়তে এমন ব্যক্তিকে সালাম দেয়া যাবে কি যে শির্কে আকবার(একজন আরেক জনকে সিজদাহ দেয়) করে মুসলমান হওয়া সত্ত্বেও?
নিজের পিতা , পরিবারের লোক জন যদি এমন আকিদা বিশ্বাস করে সিজদা দেয়া যায়েজ, হিন্দু ধর্ম ভালো মুসলমান হওয়া সত্ত্বেও তাদের সালাম দেয়া যাবে কিনা যদিও মাঝে মধ্যে নামাযও পরে।