ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) আল্লাহ যে পথে হেটেছেন, এই কথার অর্থ হয়তো এটাই যে, যে পথে চলার নির্দেশ আল্লাহ দিয়েছেন, সেই পথে আমরা হাটবো। অথবা যে পথে চললে আল্লাহ রাজী এবং খুশী হন, সেই পথে আমরা হাটবো। একথার সাধারণত এটাই অর্থ। এছাড়া ভিন্ন কোনো অর্থ আমাদের মাথায় আসছে না। যিনি এমন কথা বলেন, তাকেই জিজ্ঞেস করবেন, তিনি কি জন্য একথা বলেছেন।
(২) সুদের সর্বোচ্ছ হল, জাহান্নামের কঠিন থেকে কঠিনতম শাস্তি। পেঠে সাপ হবে। আরো অনেক কিছু।
(৪) শেষ যামানায় মানুষের নিকট অধিক ধন সম্পদ হবে। এবং সম্পদের দরুণ তাদের অনেকেই দ্বীনের রাস্তা থেকে সরে যাবে। আখেরাতের চিন্তা তাদের মাথা থেকে দূর হয়ে যাবে। তবে অর্থ এ নয়, যে শেষ যামানায় বেশ টাকা হওয়া দরুণ সবাই গোনাহগার হবে। বরং শেষ যামানায় টাকা হওয়ার পরও কিছু আল্লাহর ভয়কে পরিত্যাগ করবে না।
(৫)মসজিদে ধোঁকার সময় ডান পা আর বের হউয়ার সময় বাম পা আর টয়লেট এ ধোঁকার সময় বাম পা আর বের হউয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া নবীজির সুন্নত।