বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নন মাহরাম পুরুষ সহপাঠীকে অতিব প্রয়োজনীয় কথা বলতে গেলে,সেই শব্দ দ্বারাই সম্বোধন করা উচিৎ,যে শব্দ দ্বারা ইতিপূর্বে সম্বোধন করা হয়েছে।
পূর্ব থেকে যদি 'তুমি' বলে সম্বোধন করা হয়ে থাকে,তাহলে 'তুমি' শব্দ দ্বারাই সম্বোধন করা উচিৎ।আর পূর্ব থেকেই যদি আপনি শব্দ দ্বারা সম্বোধন করা হয়ে থাকে,তাহলে 'আপনি' শব্দ দ্বারাই সম্বোধন করা উচিৎ।
যার সাথে বিয়ের কথাবার্তা চলছে,তার সাথে যদি যোগাযোগ করতেই হয়,বিশেষ কোনো প্রয়োজন থাকে,তাহলে সরাসরি কথা বলা জায়েয রয়েছে। হ্যা, উত্তম অবশ্যই এটা যে, সরাসরি কথা বলা ব্যতীত ভিন্ন কোনো মাধ্যমে কথা বলে নেওয়া।
পাত্র-পাত্রীর পরস্পর দেখা সাক্ষাৎ ও অালাপ চারিতার কয়েকটি মূলনীতি-
(১)খালওয়াত হতে পারবে না।
(২)মুবাহ বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না।
(৩)ফিতনা থেকে নিরাপদ থাকতে হবে।যদি কামভাব জাগ্রত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়,অথবা কোনো একজন উপভোগ করতে শুরু করে নেয়,তাহলে তখন সেটা হারাম হয়ে যাবে।
(৪)মহিলা নরম ভাষায় কথা বলতে পারবে না।
(৫)মহিলা পূর্ণ হেজাব তথা কবজা পর্যন্ত হাত,টাখনু পর্যন্ত পা,এবং মুখ ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখবে।
(৬)প্রয়োজন অতিরিক্ত কথাবর্থা বলা যাবে না।
যখন এই সব শর্ত পাওয়া যাবে, তখনই মূলত পাত্র-পাত্রী পরস্পর আলোচনা ও দেখা সাক্ষাৎ করতে পারবে।