আসসালামু আআলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
শাইখ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অজ্ঞতার কারণে আমাদেরকে কিছু ভুল নির্দেশ দেয়া হয় এবং যাদের উপরে আমাদের কথাগুলা convey করার দায়িত্ব তারা সরকারের দেয়া সঠিক নির্দেশ না জেনে authority কে জানালে, authority আরেকটা ভুল নির্দেশ দেয়। এমন অবস্থায় আমি সবার হয়ে আসল কথাটা বলি আর তারপরেও একই ভুলের পুনরাবৃত্তি হলে আমি আবার সঠিক তথ্যগুলো আর কলেজের এই ব্যাপারে ভুলের কথা উল্লেখ করে আমাদের শ্রেণি শিক্ষককে জানায়। এখন আমার কথায় আমি তোষামোদি কিছু বলতে পারি না। তাই কথাগুলো অকপট সত্য হয়ে দাঁড়ায়। এই অবস্থায় আমাদের সেই শিক্ষক এমন একটা উত্তর দেন যেখানে বোঝা যায় যে তিনি আমার কথাগুলো বেয়াদবি হিসেবে নিয়েছেন।
তো শাইখ, এখানে আমার কি দোষ হয়েছে আর আমার শিক্ষক যদি আমার কথায় রুষ্ট হয়ে আমাকে বদদোয়া করেন,তবে সেটা কি আমার উপরে বর্তাবে?