ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- নির্ভরযোগ্য ফাতাওয়া গ্রন্থ ” ফাতাওয়ায়ে হিন্দিয়া” বর্ণিত রয়েছে যে,
(১) وَفِي الصُّغْرَى الْحَائِضِ إذَا سَمِعَتْ آيَةَ السَّجْدَةِ لَا سَجْدَةَ عَلَيْهَا. كَذَا فِي التَّتَارْخَانِيَّة.
«الفتاوى الهندية» (1/ 38)
হায়েজ চলার সময়ে সিজদার আয়াত শ্রবন করলে তিলাওয়াতে সিজদা ওয়াজিব হবে না।
(২) তিলাওয়াতে সিজদার অনুবাদ পাঠ করলেও সিজদা ওয়াজিব হবে।
(৩)শনিবার দিন কাযা সাওম বা ওয়াজিব সাওম পালন করলে সেটি মাকরূহ হবে না। তবে সাপ্তাহের কোনো এক দিনকে রোযার জন্য নির্দিষ্ট করা উচিৎ হবে না। বরং এটা মাকরুহ ও বিদআত হবে।