বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)লিঙ্গের মাথায় প্রস্রাব থাকলে এবং অল্প পরিমাণ পানি লিঙ্গের মাথায় ঢাললে যদি ঐ পানি অন্ডকোষে গিয়ে পৌছে,তাহলে অন্ডকোষও নাপাক বলে বিবেচিত হবে। তখন অতিরিক্ত পানি দ্বারা লিঙ্গকে ধৌত করতে হবে।
আর যদি ধারাবাহিক বেশী পানি লিঙ্গে দেয়া হয়ে থাকে, এবং ঐ পানি অন্ডকোষ ইত্যাদিতে গিয়ে পৌছে,তাহলে অন্ডকোষ ইত্যাদি নাপাক হবে না।
(২)পেটের কাছে যদি কোন নাপাকি লাগে,পানি ঢেলে যদি তা ধৌত করা হয়, ধোয়ার সময় যে পানি পা বেয়ে পরে যাবে।যে জায়গা দিয়ে পানি বেয়ে পরবে,সেই জায়গাকে ধৌত করতে হবে। তবে যদি লাগাতার ধারাবাহিক ভাবে উক্ত স্থানে পানি দেয়া হয়ে থাকে,তাহলে যেখান দিয়ে পানি প্রবাহিত হবে,সে জায়গা নাপাক হবে না।
(৩)যদি চিকার বিষ্টা পানির সাথে মিলে,এবং সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়,বা চিকার বিষ্টা পানিতে দৃশ্যমান হয়,তাহলে উক্ত পানি নাপাক হিসেবে বিবেচিত হবে।তবে জনসাধারণের চলাচলের রাস্তায় এমনটা হলে উক্ত পানি নাপাক হবে না।