বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) বেসিনে যখন পানির ট্যাপ অন্য রাখা হবে,তখন সাধারণত নাপাকি ধৌত করার পরও আরো কিছু সময় ট্যাপ চালু থাকে,যেহেতু ধৌত করার পরও কিছু সময় ট্যাপ চালু থাকে,তাই সর্বশেষ পানি দ্বারা বেসিন পাক-পবিত্র হয়ে যায়।সুতরাং পরবর্তীতে উক্তর বেসিনে পানির পড়লে,সেই পানির ছিটা কাপড় বা শরীরে লাগলে উক্ত কাপড় বা শরীর নাপাক হবে না।
(২) কাপড়ের নাপাক শুকনো হলে এরপর যদি কিছু রাখা হয় বা পড়ে তবে তা নাপাক হবে না। এবং নাপাক শুকনা কাপড়ের পরে যদি কোন পবিত্র কাপড় রাখা হয়, পরবর্তিতিতে সেই পবিত্র কাপড়টা ভেজা হাত দিয়ে ধরলে নতুন কাপড় নাপাক হবে না।
(৩) বিছানার চাদর ঝাড়া বা সাজানোর ঝাড়ুতে যদি নাপাক লেগে শুকিয়ে যায়, তবে তা দিয়ে যদি পরবর্তিতে চাদর ঝাড়া হয়, তাহলে চাদর নাপাক হবে না।
(৪) বিছানার নাপাক শুকিয়ে গেলে তার উপর বসলে বা শুলে কাপড় নাপাক হবে না। এরপর ওই কাপড়ে অন্য পবিত্র জায়গায় নামায পড়লে নামায হবে।
(৫) বিছানার নাপাক শুকিয়ে গেলে সে চাদরে কোন বিছানা ঝাড়ার ঝাটা দিয়ে ওই চাদর ঝাড়লে নাপাকি সারা বিছানায় ছড়িয়ে পড়বে না।
(৬) শরীরের কোথাও নাপাক লেগে শুকিয়ে গেলে পবিত্র বিছানায় শোয়া যাবে না। পরবর্তিতে গোসলের সময় যদি শরীর ধুয়ে দিলে হবে।